মমতার মধ্যে খুঁজে পান লেনিনকে! অবশেষে কলম বিক্রির যায়গা খুঁজে পেলেন নচিকেতা?
নজরবন্দি ব্যুরোঃ নচিকেতা। শুধু একটা নাম নয়। নচিকেতা মানেই সোজাসাপটা ভাষায় মনের কথা। আরও স্পষ্ট করে বললে, নচিকতা মানে তোমার আমার মনের কথা। খোলামেলা নচিকেতা ধরা দিলেন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে।
বরাবর সোজাসুজি কথা বলতে অভ্যস্ত নচিকেতা। সাংবাদিকের বাঁকা প্রশ্নের মুখে পড়েও জিভে আড়ষ্টতা আসে না তাঁর। ব্যতিক্রম হল না সাম্প্রতিক সাক্ষাতকারেও। একের পর এক গুগলিতে ছক্কা হাঁকালেন চেনা নচি। বামপন্থী ভাবধারায় বিশ্বাসী নচিকেতা একসময় ঘনিষ্ঠ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায়। সত্যিই কি ব্যবসা পেতেই মমতার সান্নিধ্যে আসা? একেবারেই নয়। ব্যবসা পেতে তিনি কিছু করেন না। একটা ব্র্যান্ডকে ব্যবসার কথা ভাবতে হয় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা পেরেছেন তা ৩৪ বছরের বামফ্রন্ট পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুঁজে পান লেনিনকে, বল উড়িয়ে জবাব নচিকেতার। বুদ্ধিজীবিরা তাঁর গানকে বলেন চিৎকার। বেপরোয়া নচিকেতা বলেন, বুদ্ধিজীবি আবার কারা? কবিতায় সুর দিলেই বুদ্ধিজীবি হওয়া যায় নাকি? এরা সব এক একটা বরাহনন্দন। তবু কোথাও কি আজকের নচিকেতার গলায় ছিল অন্য এক ভাষা? অন্য এক মত? বিক্রি হবে নচিকেতার কলম? এটাও সম্ভব? শেষবেলায় তাঁর ভাষাতেই বলা যায়, "তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি।" 'তোমার আমার' জন্যই হয়তো কখনো বিক্রি হবেনা নচিকেতার কলম।
বরাবর সোজাসুজি কথা বলতে অভ্যস্ত নচিকেতা। সাংবাদিকের বাঁকা প্রশ্নের মুখে পড়েও জিভে আড়ষ্টতা আসে না তাঁর। ব্যতিক্রম হল না সাম্প্রতিক সাক্ষাতকারেও। একের পর এক গুগলিতে ছক্কা হাঁকালেন চেনা নচি। বামপন্থী ভাবধারায় বিশ্বাসী নচিকেতা একসময় ঘনিষ্ঠ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায়। সত্যিই কি ব্যবসা পেতেই মমতার সান্নিধ্যে আসা? একেবারেই নয়। ব্যবসা পেতে তিনি কিছু করেন না। একটা ব্র্যান্ডকে ব্যবসার কথা ভাবতে হয় না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা পেরেছেন তা ৩৪ বছরের বামফ্রন্ট পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুঁজে পান লেনিনকে, বল উড়িয়ে জবাব নচিকেতার। বুদ্ধিজীবিরা তাঁর গানকে বলেন চিৎকার। বেপরোয়া নচিকেতা বলেন, বুদ্ধিজীবি আবার কারা? কবিতায় সুর দিলেই বুদ্ধিজীবি হওয়া যায় নাকি? এরা সব এক একটা বরাহনন্দন। তবু কোথাও কি আজকের নচিকেতার গলায় ছিল অন্য এক ভাষা? অন্য এক মত? বিক্রি হবে নচিকেতার কলম? এটাও সম্ভব? শেষবেলায় তাঁর ভাষাতেই বলা যায়, "তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি।" 'তোমার আমার' জন্যই হয়তো কখনো বিক্রি হবেনা নচিকেতার কলম।

No comments