সমকামিতা নিয়ে বিস্ফোরক সুমন!
এক নিউজ পোর্টালে দেওয়া বিবৃতিতে তিনি জানান– “এই ঐতিহাসিক রায় শুনে আমি গর্বিত। কিশোর বেলার পুরুষ প্রেম নিয়ে ‘দেবাশিস’ গানটা লিখেছিলাম ২০১৩ সালে। তখন আমি সাংসদ ছিলাম। প্রেমে পড়েছিলাম দেবাশিস নামের এক কিশোর বন্ধুর। তাকে আদর করতাম। চুমু খেতাম। স্কাউটের ক্যাম্পে যেতাম। পাশাপাশি বিছানায় থাকার চেষ্টা করতাম। সেই আনন্দ তুলনাহীন। পরে একাধিক নারী আমার জীবনে এসেছে। কিন্তু দেবাশিসের সঙ্গে আমার প্রেমের অভিজ্ঞতা অনন্য।”

No comments