মাঝেরহাট ব্রিজ কাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার।মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যে
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট ব্রিজ কাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল রাজ্য সরকার। কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব মলয় দে। মৃত সৌমেন বাগ এর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। ৫০ হাজার টাকা করে দেওয়া হবে আহতদের।
এদিন বিকেল সাড়ে ৪ টে নগদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এলাকা সংলগ্ন একটি খালের ওপর ব্রিজটি ভেঙে পড়ে। সেই সময় ব্রিজে ছিল বেশ অনেকগুলিই গাড়ি। চাপা পড়ে একটি মিনিবাস। যার মধ্যেই ছিলেন ২৮ বছর বয়সী সৌমেন বাগ।
স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ, সেতুর রক্ষনাবেক্ষনে গাফিলতি রয়েছে প্রশাসনের। সেতুটি প্রায় ৪০ বছরের পুরনো বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
Loading...

No comments