মাঝেরহাটঃ তরতাজা যুবক সৌমেন বাগের মৃত্যু। ভার বইতে পারবে প্রশাসন?
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট সেতু ভেঙে মৃত্যু হল একজনের। মৃত সৌমেন বাগ বাড়ি বেহালা।এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৪ জন এসএসকেএম ও ২ জন সিএমআরআই হাসপাতালে চিকিত্সাধীন। উদ্ধার কাজ চলছে। বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে অনেক,
রাত ভোর চলবে উদ্ধার কাজ। সোমেনের মৃত্যুতে শোকের ছায়া এলাকাতে।এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। প্রশাসন একটু সতর্ক থাকলে তরতাজা যুবক সৌমেনের মৃত্যু কি এড়ানো যেতনা? প্রশ্ন কিন্তু উঠবে।

No comments