পরেশ অধিকারীর পর আর এক ফরওয়ার্ড ব্লক নেতা দল ছাড়তে চলেছেন!
নজরবন্দি ব্যুরো: গত ১৭ আগস্ট তৃণমূলে যোগ দিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বাম সরকারের মন্ত্রী পরেশ অধিকারী। মেখলিগঞ্জের চারবারের বিধায়ক ছিলেন পরেশ অধিকারী।
গত বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরও এক ফরওয়ার্ড ব্লক বিধায়। আর এই খবরে সরগরম রাজ্য রাজনীতি।
আপাতত দিলীপ ঘোষের সঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা নগেন্দ্রনাথ রায়ের সেই সাক্ষাৎকার নিয়ে কোচবিহারের আলোচনা চলছে। বিজেপির একাংশও মনে করছে, নগেন্দ্রনাথ-বাবু খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। যে কারণে তিনি নিজে থেকেই দিলীপ-বাবুর সঙ্গে দেখা করতে যান।

No comments