ঘোষণা হল ভারত, ওয়েস্ট-ইন্ডিজ সফরের সূচী। ইডেন পেল টি-২০ ম্যাচ।
নজরবন্দি ব্যুরোঃ ঘোষণা হল ভারতের ওয়েস্ট-ইন্ডিজ সফরের সূচী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-20 ম্যাচ খেলবে ভারত।
৪থেকে ৮ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচটি হবে রাজকোটে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদে 12-16 অক্টোবর। অপরদিকে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। প্রথম ওয়ান ডে 21 অক্টোবর, গুয়াহাটিতে। ২৪ অক্টোবর ইন্দোর ও ২৭ অক্টোবর পুনেতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচ।
বাকি দুটি ওয়ান ডে ম্যাচ হবে ২৯ অক্টোবর মুম্বই ও ১ নভেম্বর তিরুবনন্তপুরে। টি-20 প্রথম ম্যাচ ইডেনে। বাকি দুটি টি-20 ম্যাচ হবে ৬ ও ১১ নভেম্বর যথাক্রমে লখনও ও চেন্নাইয়ে।
Loading...

No comments