Header Ads

বিদায়ী টেস্টে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড কুকের।

নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড বুকে রয়ে গেলেন অ্যালিস্টার কুক। বিদায়ী টেস্টে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি এল প্রাক্তন ইংরেজ অধিনায়কের ব্যাট থেকে।
যা কুকের দীর্ঘ টেস্ট কেরিয়ারের ৩৩তম। বিরল রেকর্ডেরই অধিকারী কুক।১২ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারের শুরুটা কুক করেছিলেন ভারতের বিরুদ্ধেই। নাগপুরে।
 তখনকার ২১ বছরের কুকের ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১০৪। ভারত যেন কুকের পছন্দের প্রতিপক্ষ। টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ২৯৪টাও এসেছিল ২০১১-তে। সেটা ছিল ধোনির ভারতের বিরুদ্ধে। ১২ বছরের লম্বা কেরিয়ারের মাঝপথে রয়েছে ১২ হাজারের বেশি টেস্ট রান।আর শেষ টেস্টে সেই ভারতের বিরুদ্ধে লাস্ট ইনিংসে ১৪৭। যা এক অনন্য রেকর্ড। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.