ক্লাবের পর এবার দুর্গা পুজো কমিটি গুলকে মোট ২৮ কোটি দান মুখ্যমন্ত্রীর!
নজরবন্দি ব্যুরোঃ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটি কে নিয়ে প্রস্তুতি মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
জানিয়ে দিলেন এইবার বিসর্জনের তারিক এবং রেড রোডের কার্নিভালের পরিকল্পনা । এই কার্নিভাল হবে ৫০ টি পুজো কমিটি কে নিয়ে ২৩ সে অক্টোবর রেডরোডে । বিসর্জন হবে ১৯ সে অক্টোবর থেকে ২২ সে অক্টোবর এবং ২৮ হাজার দূর্গাপূজা কমিটিকে গড়ে ১০ হাজার করে সর্বমোট ২৮কোটি টাকা দেয়া হবে সরকারি ভান্ডার থেকে ।
Loading...

No comments