উল্টো করে গণেশের আরতি করে নেটিজেনদের হাতে ট্রোল ক্যাট। দেখুন সেই ভিডিও।
নজরবন্দি
ব্যুরোঃ বৃহস্পতিবার রাতে গণেশ পুজোর সময় সলমনের মা সলমা খান, সলমন খান, সলমনের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে গণপতি বাপ্পার আরতি করলেন। তবি বিপত্তি হল ক্যাটরিনা কাইফের সময়।
কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা। বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায় নি।গণেশ পুজোর আরতির ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সলমনের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও নেটিজেনদের চোখে পড়তে ট্রোল হতে হয়েছে ক্যাটকে। দেখুন সেই ভিডিও।নিচের লিঙ্কে ক্লিক করে।https://twitter.com/atulreellife/status/1040324045269479424

No comments