এবার ‘ফি’ মকুব! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
বাইক আরোহীদের জন্য টোল-মুক্ত করে দেওয়া হল দ্বিতীয় হুগলী সেতুকে। মুখ্যমন্ত্রী নবান্নে জানান, ১ অক্টোবর থেকে বাইক আরোহীদের কাছ থেকে দ্বিতীয় হুগলী সেতুতে টোল ছাড় দেওয়া হবে।
তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্ত বেশ খুশি বাইক আরোহীরা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে অন্তত পাঁচ থেকে ছ-কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে রাজ্যের। তবু এই সিদ্ধান্ত কেন মুখ্যমন্ত্রী নিলেন? এর পাশাপাশি বাইক আরোহীদের জন্য আপ-ডাউন উভয় দিকেই আলাদা লেন তৈরির কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।

No comments