প্রিয়াঙ্কা-নিক জোনাস কে নিয়ে এবার মুখ খুললেন করণ জোহর।
নজরবন্দি
ব্যুরোঃ প্রিয়াঙ্কা
চোপড়া
ও নিক
জোনাস কে নিয়ে
সবচাইতে চর্চিত
বিষয় তাঁদের
বয়সের ফারাক।
সম্প্রতি প্রিয়াঙ্কা-নিকের বয়সের ফারাক নিয়ে প্রশ্ন করা হয়েছিল করণকে।প্রশ্নের
উত্তরে
করণ
বলেন,
"সম্পর্ক
এর
(বয়সের)
উপর
নির্ভর
করে
হয়
না।
এসব
বিষয়
আমি
খুব
উদার।
আমি
কখনও
এটা
ভাবি
না
যে
তোমার
স্বামীকে
তোমার
থেকে
বড়
হতেই
হবে
বয়সে।
কেন
? কেন
এই
সব
বিষয়ে
আমরা
কথা
বলব
? আমরা
যদি
একটা
সঙ্গী
ও
তাঁর
সঙ্গে
থাকার
বিষয়ে
নিশ্চিত
হতে
পারি,
তাহলে
কেন
ভাবব
যে
কে
বড়
কে
ছোটো?"

No comments