লোকসভা নির্বাচনের আগে বড় চমক! বাড়ল অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা!
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণা অনুসারে, যারা মাসে ৩ হাজার টাকা পেতেন, তাঁরা পাবেন ৪৫০০ টাকা। পাশাপাশি যারা ২২০০ টাকা পেতেন তাঁরা পাবেন ৩৫০০ টাকা।
আশাকর্মীদের ভাতা এবার থেকে দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি ঘোষণা করেন, আশাকর্মী ও তাঁদের সাহায্যকারীদের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমান যোজনার আওতায় আনা হবে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি ভাতা বাড়ছে তাঁদের সাহায্যকারীদেরও। বর্তমানে তাঁরা পান ১৫০০ টাকা। সেটা বাড়িয়ে করা হল ২২৫০ টাকা।
Loading...

No comments