১৯-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন কানহাইয়া কুমার।
নজরবন্দি ব্যুরোঃ ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন কানহাইয়া কুমার। নিজের এলাকা বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে সিপিআইয়ের টিকিটেই লড়বেন তিনি।
একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলে বিহার সিপিআইয়ের সাধারণ সম্পাদক সত্যনারায়ণ সিং জানিয়েছেন, বামপন্থী সব নেতারাই বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে কানহাইয়া কুমারকে টিকিট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। শুধু বাম নেতারাই নয় কংগ্রেস, আরজেডির সঙ্গে আলোচনা করা হয়েছে এই নিয়ে।
তারাও কানহাইয়া কুমারকেই বেছে নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কানহাইয়াকেই যোগ্য মনে হয়েছে। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও বেগুসাইয়ে কানহাইয়াকেই যোগ্য বলে মত দিয়েছেন। এই কেন্দ্রে কানহাইয়াকেই বিরোধীদের মুখ করতে চাইছে অবিজেপি দলগুলি।
একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলে বিহার সিপিআইয়ের সাধারণ সম্পাদক সত্যনারায়ণ সিং জানিয়েছেন, বামপন্থী সব নেতারাই বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে কানহাইয়া কুমারকে টিকিট দেওয়ার পক্ষে মত দিয়েছেন। শুধু বাম নেতারাই নয় কংগ্রেস, আরজেডির সঙ্গে আলোচনা করা হয়েছে এই নিয়ে।
তারাও কানহাইয়া কুমারকেই বেছে নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য কানহাইয়াকেই যোগ্য মনে হয়েছে। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও বেগুসাইয়ে কানহাইয়াকেই যোগ্য বলে মত দিয়েছেন। এই কেন্দ্রে কানহাইয়াকেই বিরোধীদের মুখ করতে চাইছে অবিজেপি দলগুলি।
Loading...
No comments