আবার উত্তপ্ত ভাঙড়! পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে উদ্ধার তৃণমূল নেতার মৃতদেহ।
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতে বোর্ড গঠনের ঠিক আগেই উদ্ধার হল তৃণমূল নেতার মৃতদেহ। এই খুনের পিছনে বিজেপি জড়িত বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার সাইহাটি এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ওই মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ (৬৫)।
জানা গিয়েছে, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন শিবু। আজ সকালে এলাকার একটি পুকুরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ভাঙড় থানায়। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের সামনে পড়ে স্থানীয় প্রশাসন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় তৃণমূল কর্মীরা। পরে পুলিশের তরফে আশ্বাস মেলায় বিক্ষোভ উঠে যায়।
No comments