‘ফ্রি’-তে গ্রাহকদের জন্য অঢেল ডেটা জিওর! কিভাবে পাবেন জেনে নিন।
নজরবন্দি ব্যুরোঃ জন্মদিনে একেবারে ‘ফ্রি’-তে গ্রাহকদের জন্য অঢেল ডেটা দেওয়ার কথা ঘোষণা করল জিও। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের জন্য বিনামূল্যে ৮ জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করল জিও।
৪ দিন ধরে মিলবে মোট ২ জিবি করে ডেটা। জিও সেলিব্রেশন প্যাকের
ভিতরে এই অফারটি আনা হয়েছে। গ্রাহকেরা চাইলে জিও অ্যাপ থেকে এই প্ল্যানটি সক্রিয় করতে পারেন। এ জন্য মাই জিও অ্যাপের মধ্যে গিয়ে ‘মাই প্ল্যানস’ অপশনে যেতে হবে।
সেখান থেকেই জিও সেলিব্রেশন প্যাকটি অ্যাকটিভ করলেই অফারটি চালু হয়ে যাবে। সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত চলবে এই অফার। অক্টোবর মাসেও এই অফারটি ফের আসতে পারে বলে জানা গিয়েছে।
Loading...

No comments