এবার ২০ চাকার লরিতে নিষেধাজ্ঞা, বড় রকমের ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
নজরবন্দি ব্যুরো: গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা রাজ্য সরকারের। জানা গিয়েছে, ২০ চাকার লরি চলাচলে নিষেধাজ্ঞা আনল রাজ্য সরকারের।
যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয়েছে জেলার আমদানি ও রপ্তানিকারিদের। এই নিষেধাজ্ঞা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের বহু ব্যবসায়ীদের ।
এই নিষেধাজ্ঞার ফলে ভারত-বাংলাদেশ সীমান্ত সড়ক বাণিজ্য কেন্দ্র মহিদীপুর এক্সপোর্ট জোন আর্থিক বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারে । জেলা জুড়ে ব্যবসার যাবতীয় সামগ্রী আনা হত বড় লরির সাহায্যেই। আর তার বেশির ভাগই ২০ চাকার লরিতে করে। তবে এই নিষেধাজ্ঞা জারির ফলে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ব্যবসায়ীরা।

No comments