Header Ads

লিগ জয়ের আনন্দে ভেসে গিয়ে ঐ কথাগুলো বলে ফেলেছিলাম! ক্ষমা চাইলেন টুটু বসু। #Exclusive


নজরবন্দি ব্যুরোঃ ২০০৯ এর পর গতকাল আবার কলকাতা লিগ জিতে নিয়েছে মোহনবাগান l আট বছরের অপ্রাপ্তি মিটেছে হেনরি কিসেক্কার পায়ে ভর করে, তার করা জোড়া গোলেই কাস্টমস কে ২-০গোলে হারিয়ে খেতাব ঘরে তুলেছে সবুজমেরুন শিবির l

জয়ের আনন্দে আত্মহারা যখন মোহনবাগান সমর্থকরা ঠিক তখনই বিতর্কিত মন্তব্য করে বসেন তাদের সভাপতি টুটু বসু,লিগ সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক তার কাছে লিগ জয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বলেন "সাত বছর মেয়ে হচ্ছিল,হঠাৎ ছেলে হলে যেমন লাগে l" টুটু বসুর এই বক্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সমালোচনার মুখে পড়ে নিজের বক্তব্য থেকে পিছু হটলেন ময়দানের টুটু দা!

কি তাঁর বার্তা?
পড়ে নিন...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.