হকি কে বিদায় জানালেন সর্দার সিং।
নজরবন্দি ব্যুরোঃ ১২ বছরের কেরিয়ারে ইতি টানলেন হকি তারকা সর্দার সিং। অবসর বেলায় ভারতীয় হকির সর্বকালের অন্যতম সেরা তারকা সর্দার বললেন, এটাই সরে দাঁড়ানোর সঠিক সময় বলে মনে হল। ১২ বছর ধরে হকি খেলছি।
এবার পরের প্রজন্মের সুযোগ পাওয়া উচিত বলে মনে হল। তা ছাড়া আমি নিজেও হকির বাইরের জীবনটাকে দেখতে চাইছি। তবে আমার হকি ছাড়ার কারণটা কিন্তু ফিটনেস নয়। আমি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার মতো ফিট। আমি আমার পরিবার, হকি ইন্ডিয়া ও বন্ধুদের সঙ্গে কথা বলার পর এমন সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি আমার সিদ্ধান্তে খুশি।
Loading...

No comments