হাইকোর্টের রায়ে ডিএ প্রাপ্তির পথ প্রশস্ত! খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের অন্দরে।
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে ডিএ মামলা ইতিবাচক মোড় নিতে শুরু করলো। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার। তা দিতে বাধ্য সরকার। এবার এবিষয়ে রায় দেবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল।
ডিএ নিয়ে ইতিমধ্যেই একটি মামলা স্যাটে দায়ের করেছেন সরকারি কর্মচারি পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল। তখন দেবাশিস বাবুকে স্যাটের তরফে জানানো হয়, হাইকোর্টে বিচারাধীন ডিএ মামলার রায়েএ ওপর নির্ভর করে তার করা মামলার সিদ্ধান্ত নেবে স্যাট। এবার হাইকোর্টের রায় দানের পর সেই স্যাটে ডিএ সংক্রান্ত জোড়া মামলার অগ্রগতিতে আর কোনো বাধা রইলো না।অবশ্যই পড়ুনঃ মাঝেরহাটের পর বিদ্যাসাগর সেতু?.....হাহাকার করছে দ্বিতীয় হুগলী ব্রিজ। #Editorial
এখন শুধু সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দিতে হবে, যে কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন দেবাশিস বাবু।
এই মুহূর্তে ডিএ মামলার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথমত, রাজ্যের নিজস্ব কোনো নিয়ম না থাকায় ডিএ-র হার কি কেন্দ্রের প্রাইস ইনডেক্স মেনে হবে, নাকি রাজ্যের নতুন কোনো ফর্মুলায় হবে তা বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, কেন্দ্রের কর্মীরা বছরে দুবার ডিএ পান। রাজ্যের কর্মীরাও কি এই নিয়মেই পাবেন মহার্ঘ ভাতা? তৃতীয়ত, কেন্দ্রের কর্মচারিরা সেই ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাচ্ছেন।
রাজ্য সরকারি কর্মীদেরও কি এই বিপুল বকেয়া ডিএ প্রদান করবে রাজ্য সরকার? দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে ছিল ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলা। হাইকোর্টের এই ইতিবাচক রায়দানের পর মহার্ঘ ভাতা প্রাপ্তি নিয়ে আশাবাদি সরকারি কর্মচারিরা। এবিষয়ে চেষ্টা এবং উদ্যোগের কোনো ত্রুটি রাখছেন না সরকারি কর্মচারিদের পক্ষে লড়াইরত আন্দোলনের নেতৃত্ব। সম্ভবত খুব শিগগিরই স্যাটের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে সরকারি কর্মচারিদের পক্ষে, আশা করছেন রাজ্য সরকারি কর্মচারিরা।
ডিএ নিয়ে ইতিমধ্যেই একটি মামলা স্যাটে দায়ের করেছেন সরকারি কর্মচারি পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল। তখন দেবাশিস বাবুকে স্যাটের তরফে জানানো হয়, হাইকোর্টে বিচারাধীন ডিএ মামলার রায়েএ ওপর নির্ভর করে তার করা মামলার সিদ্ধান্ত নেবে স্যাট। এবার হাইকোর্টের রায় দানের পর সেই স্যাটে ডিএ সংক্রান্ত জোড়া মামলার অগ্রগতিতে আর কোনো বাধা রইলো না।অবশ্যই পড়ুনঃ মাঝেরহাটের পর বিদ্যাসাগর সেতু?.....হাহাকার করছে দ্বিতীয় হুগলী ব্রিজ। #Editorial
রাজ্য সরকারি কর্মীদেরও কি এই বিপুল বকেয়া ডিএ প্রদান করবে রাজ্য সরকার? দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে ছিল ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলা। হাইকোর্টের এই ইতিবাচক রায়দানের পর মহার্ঘ ভাতা প্রাপ্তি নিয়ে আশাবাদি সরকারি কর্মচারিরা। এবিষয়ে চেষ্টা এবং উদ্যোগের কোনো ত্রুটি রাখছেন না সরকারি কর্মচারিদের পক্ষে লড়াইরত আন্দোলনের নেতৃত্ব। সম্ভবত খুব শিগগিরই স্যাটের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে সরকারি কর্মচারিদের পক্ষে, আশা করছেন রাজ্য সরকারি কর্মচারিরা।
Loading...

No comments