মাঝেরহাট ব্রিজ কাণ্ডের পর কলকাতা পুরনিগমের নতুন উদ্যোগ।
নজরবন্দি ব্যুরোঃ মাঝেরহাট ব্রিজ ভাঙার পর এবার আগাম সতর্কতা অবলম্বনের পথে কলকাতা পুরনিগম। কলকাতা পুরনিগম শহরে তাদের সব সম্পত্তির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল।
মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার সব বিভাগের ডিজিদের নিয়ে এই সংক্রান্ত আলোচনা করেছেন ইতিমধ্যে। নিগমের প্রতিটি বিভাগের ডিজিদের অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।বৈঠকে ফুট ওভার ব্রিজ, পুরস্কুল, পুরবাজার,পাম্পিং স্টেশন, জলাধার, পে এন্ড ইউস টয়লেট, কোয়ার্টার সহ সব পুরসম্পত্তির স্বাস্থ্য পরীক্ষা করে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই