Header Ads

বাগরি মার্কেটে ভয়াবহ আগুনের নেপথ্যে কারণ কি? ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? জানুন আপডেট।

নজরবন্দি ব্যুরোঃ বাগরি মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। জ্বলছে মার্কেটের তিন তলা। ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন।
ঘিঞ্জি এলাকায় অবস্থানের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছে দমকল। ব্যবহার করা সম্ভব হচ্ছে না হাইড্রোলিক ল্যাডার। এদিকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে বিল্ডিং এর ছ'তলায়। ঠিক কি কারণে এই ভয়াবহ অগ্নিকান্ড? জানা গেছে, মার্কেটের একটি পারফিউমের দোকানে গতকাল রাতে আগুন লাগে। একের পর এক পারফিউম ক্যান ফেটে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চকে যেতে থাকে৷

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দোকানের কাছেই লাইটপোস্ট থাকায় আগুন লেলিহান চেহারা নেয়। মার্কেট এলাকায় অগ্নিনির্বাপনের যথোপযুক্ত কোনো ব্যবস্থা না থাকায় বিপদ বাড়ে। এই মুহূর্তে বিল্ডিং এর দক্ষিণ পশ্চিম অংশে দেখা যাচ্ছে একটি আড়াআড়ি ফাটল। ওই ফাটল বরাবর বিল্ডিং এর একটি বিরাট অংশ ভেঙে পড়ার আশঙ্কা করছেন দমকল কর্মীরা। এদিকে বিল্ডিং ভেঙে পড়লে পরিস্থিতি আরও জটিল হবে। এখনো অবধি দমকলের তরফে আগুন নেভানোর চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.