এবার জিও-কে টেক্কা বিএসএনএল-এর। আরও সস্তায় বিপুল ডেটার অফার!
নজরবন্দি ব্যুরোঃ ডেটার বাজারে জিও-র একচেটিয়া ক্ষমতাকে খর্ব করতে এবার কোমর বেধে নামলো বিএসএনএল। দারুন সস্তায় বিপুল পরিমাণ ডেটা অফার নিয়ে এলো সংস্থা।
জিও-র ১৪৮ টাকা এবং ৪৪৯ টাকার প্যাকেজ দুটি গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেই দুটি প্যাকেজ কেই টেক্কা দিতে বিএসএনএল বাজারে আনলো ১০৫ এবং ৩২৮ টাকার দুর্দান্ত দুটি প্যাকেজ। ১০৫ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও দিনে ১০০টি এসএমএস-এর সুবিধা থাকছে। এই প্ল্যানটি ২৮ দিন বৈধ। ৩২৮ টাকার প্ল্যানটিতেও একই রকম সুবিধা মিলবে। এর বৈধতা ৯১ দিন।
জিও-র ১৪৮ টাকা এবং ৪৪৯ টাকার প্যাকেজ দুটি গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেই দুটি প্যাকেজ কেই টেক্কা দিতে বিএসএনএল বাজারে আনলো ১০৫ এবং ৩২৮ টাকার দুর্দান্ত দুটি প্যাকেজ। ১০৫ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও দিনে ১০০টি এসএমএস-এর সুবিধা থাকছে। এই প্ল্যানটি ২৮ দিন বৈধ। ৩২৮ টাকার প্ল্যানটিতেও একই রকম সুবিধা মিলবে। এর বৈধতা ৯১ দিন।

No comments