নিজেদের পার্টি অফিসে বোমা! কেষ্টর বিজেপি যুক্তি খারিজ, গ্রেফতার ৭ তৃণমূল কর্মী।
নজরবন্দি ব্যুরোঃ গতকাল বীরভূমের কাকড়তলায় বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এই ঘটনার ঠিক পরদিনই পুলিশ গ্রেপ্তার করলো ৭ তৃণমূল কর্মীকে।
গতকাল কাকড়তলা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের কার্যালয়ের ছাদ। প্রায় ভগ্নস্তুপে পরিণত হয় গোটা পার্টি অফিসটি। তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরি গতকাল দাবি করেন, তৃণমূলেরই আরেক গোষ্ঠীর কাজ এটি। পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচনকে ঘিরে কোন্দলের জেরেই এই ঘটনা। তবে অন্য তত্ত্ব খাড়া করেন অনুব্রত মন্ডল। তিনি বলেন, ঝাড়খন্ড থেকে বিজেপি এসে এই ঘটনা ঘটিয়েছে।
তবে তাঁর দেওয়া যুক্তি যে আদৌ টিকলো না তা বোঝা গেল এদিন। বিজেপি কর্মী নয়, কাকড়তলা পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলেরই ৭ জন কর্মীকে। এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই গ্রেপ্তারির পর।

No comments