স্লিপ ডিস্কে ভুগছেন বিরাট ঘরণী!
নজরবন্দি ব্যুরোঃ বালজিং ডিস্ক নামক একটি সমস্যায় ভুগছেন বিরাট ঘরণী। সাধারণত বালজিং ডিস্ককে সকলে স্লিপ ডিস্ক বলেই জানেন।
এই রোগের কারণেই নাকি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন বলি অভিনেত্রী। শোনা যাচ্ছে চিকিৎসকরা অনুষ্কাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই বালজিং ডিস্ক কী? চিকিৎসকরা জানাচ্ছেন এটা মূলত স্নায়ুর সমস্যা হয়। এর ফলে পিঠের নিচে ঘাড়ে প্রবল যন্ত্রণা হয়। পেশীতে টান ধরে।
শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। অনুষ্কারও এই একই ধরনের সমস্যা হচ্ছে। তবে এত সমস্যা সত্ত্বেও উপায় নেই 'সুই ধাগা' প্রমোশনের জন্য ওষুধ খেয়ে কোনওরকমে ছুটে বেড়াতেই হচ্ছে অভিনেত্রীকে।
Loading...

No comments