Header Ads

ইলেক্ট্রিক্যাল পয়েন্ট থেকেই আগুন বাগরি মার্কেটে। জানালেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।


নজরবন্দি ব্যুরোঃ  বাগরি মার্কেটের বাইরে থাকা ইলেক্ট্রিক্যাল পয়েন্ট থেকেই আগুন ছড়িয়েছে প্রাথমিত তদন্তে এমনটাই উঠে এসেছে বৃহস্পতিবার বাগরি মার্কেট পরিদর্শন করে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ইলেক্ট্রিক্যাল পয়েন্ট থেকে আগুন তারের মাধ্যমে বাগরি মার্কেটে ছড়িয়ে পড়েছিল
আর সেই আগুন বাড়িয়ে দিতে সাহায্য করেছিল বাগরি মার্কেটের ভিতরে মজুত থাকা প্রচুর পরিমাণে সুগন্ধী কারণ সুগন্ধীতে এমন দুটি যৌগ থাকে যেগুলি ভীষণভাবে দাহ্য আইসোবিউটেন্ট নামে এই যৌগ্যটি জলে সহজে মেশে না যেকারণে দমকল যত জল দিয়েছে ততআগুন বেড়েছে আইসোবিউটেন্ট দীর্ঘক্ষণ জলের মধ্যে ভেসে থেকে আগুন ছড়িয়ে দিতে সাহায্য করেছিল  


বাগরি মার্কেটের যেসসব জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি পরিদর্শন করেন তাঁরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞদের পরামর্শে বাগরি মার্কেটের পুড়ে যাওয়া অংশটি সিল করে দেওয়া হয়েছে আগুনে পোড়ার পর তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন তাঁরা তবে এখনও অনেক জায়গায় পেট্রোলিয়াম জাত পদার্থ থাকায় বিপদ রয়েই গিয়েছে দমকলকর্মীরা সেগুলি সরানোর কাজ করছেন 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.