Header Ads

নিলাম হল বিজয় মালিয়ার দুটি হেলিকপ্টার ।


নজরবন্দি ব্যুরোঃ নিলাম করা হল বিজয় মালিয়ার  দুটি হেলিকপ্টার দুটি আকাশযানই ছিল কিংফিশার এয়ারলাইনস কর্ণধারের ব্যক্তিগত ব্যবহারের জন্য | নীলামে বিক্রি করে৮ কোটি ৭৫ লাখ টাকা আদায় করল ঋণ আদায়কারী ট্রাইবুনাল
বুধবার নীলামের আয়োজন করে ট্রাইবুনাল ওই হেলিকপ্টার ২টি কোটি ৭৫ লাখ টাকায় কিনে নেয় চৌধুরী অ্যাভিয়েশন । পাঁচ আসন বিশিষ্ট এই কপ্টার গুলো মালিয়া কিনেছিলেন ২০০৮ সালে ২০১৩ সালে এই কপ্টার গুলো শেষবার ব্যবহৃত হয়েছিল


এরপর দীর্ঘ পাঁচ বছর এই কপ্টার গুলো মুম্বইয়ের জুহু বিমানবন্দরেই পড়েছিল তবে সে দুটি এখনও ব্যবহারযোগ্য আছে চৌধুরী অ্যাভিয়েশনের তরফে বলা হয়েছে, হেলিকপ্টার দুটি বাণিজ্যিক কাজেই লাগানো হবে এই সংস্থা স্থল আকাশপথে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেয় সে কাজেই হেলিকপ্টার দুটি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.