২৮ ঘণ্টা পরেও আগুন নেভেনি বাগরি মার্কেটের। নতুন করে আগুন ছড়াল চার তলায়!
নজরবন্দি
ব্যুরোঃ ২৮ ঘণ্টা পার। বাগরি মার্কেটে নতুন করে আগুন ছড়াল চার তলায়। বলা যায় এখন আগুনের গ্রাসে এই মার্কেট।আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলের ৩৫টি ইঞ্জিন। মালপত্রে ঠাসা বাগরি মার্কেট এখন জতুগৃহ।
প্রতিটি তলে আগুন ছড়ানোর ফলে সেইসব দাহ্য বস্তু পুড়ে শেষ না হওয়া পর্যন্ত আগুন নেভার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত দমকল তিনতলা পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ফলে এই আগুন এখনই যে নিভছে না তা একপ্রকার নিশ্চিত। মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।এদিকে বাগরি বাজারের পাঁচ তলায় নতুন করে আগুন লেগেছে। দমকল থাকলেও জলের উৎস না থাকায় আগুন নেভানোর উপায় খুঁজে পাচ্ছে না দমকল। ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের, তার বলছেন কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা ডাকা হল না?
এদিকে বিদেশযাত্রার আগেই আগুন নেভানোর তদরকির জন্য একটি কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই কমিটি সোমবার দুপুর দুটোয় বৈঠকে বসছে। আপাতকালীন পরিস্থিতিতে কাজ করার জন্য ওই কমিটি গড়া হয়েছে।

No comments