Header Ads

এবারের গেমসই ভারতের সেরা এশিয়াড।


নজরবন্দি ব্যুরোঃ আজ শনিবারই ১৮তম এশিয়াডে ভারতীয় প্রতিযোগীদের শেষদিন আর সেই দিনই এখনও পর্যন্ত বক্সিং ব্রিজ থেকে দুটি সোনা স্কোয়াস থেকে একটি ব্রোঞ্জ নিয়ে ছাপিয়ে গেল ইতিহাসে একটি এশিয়াড থেকে সর্বোচ্চ পদক জয়ের সংখ্যাকে
শুধু পদকের সংখ্যাতেই নয়, সর্বোচ্চ স্বর্ণপদকের নিরিখেও এবারের গেমসই ভারতের সেরা এশিয়াড এখনও পর্যন্ত ১৫টি সোনা-সহ ভারত মোট ৬৯ টি পদক জিতেছে

শেষ দিনটাও এবারের গেমসের অন্য়ান্য দিনের মতোই মধুর হয়ে রইল ভারতের জন্য গতকাল অবধি ভারত এবারের গেমস থেকে ১৩টি সোনা-সহ মোট ৬৫টি পদক পেয়েছিল এতদিন অবধি ২০১০ এর গুয়াংঝাও গেমস- পাওয়া ৬৫টি পদকই ভারতের সেরা পারফরম্যান্স ছিল

৪৯ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার অমিত পঙ্খলের সোনা জেতার সাথে সাথে ভারত ছাপিয়ে যায় সেরা এশিয়াড পারফরম্যান্সকে ১৪ টি সোনা-সহ ভারতের পদকের সংখ্যা দাঁড়ায় ৬৬-তে


Loading...
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.