দুবাই-এ পাক বধ ভারতের।
নজরবন্দি ব্যুরোঃ প্রতিপক্ষকে দুরমুশ করার আত্মবিশ্বাস। যা বুধবার টিম ইন্ডিয়ার খেলায় দেখল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। মরুশহরে ব্যাটে-বলে বাজিমাত করলেন রোহিত-ভুবনেশ্বররা। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের মধুর বদলা নিয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত।
হংকং ম্যাচে বিশ্রী পারফরম্যান্সের ২৪ ঘণ্টার মধ্যে ফের খুনে মেজাজে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। গত ম্যাচের দলে দুটো পরিবর্তন করেই কেল্লা ফতে। ভারত হাসতে হাসতে ম্যাচ জিতল ৮ উইকেটে। আর জয়ের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল টিম ইন্ডিয়া।৫০ ওভারে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা ভারতের কাছে যে খুব কষ্টকর হবে না তা বোঝাই যাচ্ছিল।
প্রত্যাশিতভাবেই শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। আগের ম্যাচেই সেঞ্চুরি করে আত্মবিশ্বাসে টগবগ করছিলেন ধাওয়ান। তা এদিন ধরা পড়ল তাঁর ব্যাটেও। তবে হিটম্যান রোহিত আজ বিধ্বংসী মেজাজে ছিলেন চালিয়ে খেলে করলেন ৫২ রান। শাদাব খানের বলে যখন আউট হলেন তখন জয় মাত্র কয়েক রান দূরে। স্কোরবোর্ডকে আরও একটু ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়ে আউট হলেন ধাওয়ান (৪৬)।
ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে চলে এলেন তিনি। দুই ওপেনার আউট হওয়ার পর জয়ের জন্য বাকি কাজটুকু নির্বিঘ্নে সম্পন্ন করলেন রায়ুডু (৩১) ও কার্তিক (৩১)। মাত্র ২৯ ওভারেই জয়ের রান তুলে নেয় ভারত।
কোন মন্তব্য নেই