Header Ads

আলোচনা চেয়ে মোদীকে চিঠি লিখল পাকিস্তান!





নজরবন্দি ব্যুরো: মাস খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক চিঠি লিখেছিলেন ইমরান খানকে। যদিও সেখানে দ্বিপাক্ষিক আলোচনার কোনও ইঙ্গিত ছিল না।  এবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী। আর সেই চিঠিতে শান্তিস্থাপনের জন্য আলোচনার ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

চলতি মাসের শেষে নিউ ইয়র্কে ইউ এন জি এ সামিটে উপস্থিত থাকবে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে বিদেশ-মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাক বিদেশ-মন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বৈঠকের হতে পারে বলে খবর।
ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেবে পাকিস্তান। ক্ষমতায় আসার পর এক ভাষণে এমনটাই বলেছিলেন ইমরান খান। এরপর মোদী ফোন করে শুভেচ্ছাও জানান ইমরানকে। গত কয়েকদিন ধরে সুষমা ও কুরেশির বৈঠক হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। ইমরানের চিঠিতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনও এক তরফে বৈঠকের জন্য আবেদন জানানো হল। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.