Header Ads

রাজনীতিতে আমির খান? কি বললেন অভিনেতা? জানুন


নজরবন্দি ব্যুরোঃ অসহিষ্ণুতা, ধর্ষণের মতো ইস্যুতে বরাবরই মুখ খুলতে দেখা গিয়েছে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টকে তবে, সক্রিয় রাজনীতি কোনও দিনই করতে চান না আমির
এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান রাজনীতির পরিসরে বলিউড  অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, সেখানে এমন জনপ্রিয় অভিনেতারাজনীতি বিমুখহচ্ছেন কেন? তাঁর সাফ উত্তর, “রাজনীতিকে ভয় পাই কে ভয় পায় না বলুন? তাই এটা থেকে দূরে থাকিতবে, আমিরের যুক্তি, “আমি যে ভাবে শিল্পী হয়ে উঠতে পেরেছি, ততটা রাজনীতিক হওয়ার ক্ষমতা আমার নেই আমি একজন শিল্পী মানুষ মিশুকে

মানুষের হৃদয়ের সঙ্গে মিশে যাতে পারিরাজনীতিতে না এলেও সরকারের সমলোচনা করতে যে পিছুপা হবেন না, সে বিষয়েও বার্তা দিয়েছেন আমির খান বলেছেন, প্রত্যেক নাগরিকের  অধিকার আছে সরকারের কাছে প্রশ্ন করার এবং সরকারকেও জবাবদিহি করতে হবে প্রসঙ্গত, জল সঙ্কটের বিষয়ে আলোচনার সময় মহারাষ্ট্র সরকারকে তিনি পরমার্শ দেন, বাঁধ নয়, জলের ব্যবস্থা বিকেন্দ্রীকরণই একমাত্র সমাধানের পথ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.