তেলের দাম এক টাকা কমানো নিয়ে মমতাকে কটাক্ষ অধীরের।
নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী প্রতি লিটার তেলে এক টাকা কমিয়েছেন। আর এই বিষয়কে নিয়েই এবার রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি এক সভাতে বলেন “দিদি বলেছিলেন বনধ করে কোনও লাভ নেই। এতে রাজ্যের আর্থিক অবস্থা শুধু খারাপ হবে।
আর কিছু হবে না। কিন্তু এই বনধের ফলে তেমন লাভ না হলেও কিছুটা লাভ হয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য সরকার তো এক টাকা দাম কমাতে বাধ্য হয়েছেন। দিদি এক টাকা তেলের দাম কমিয়ে বোঝাতে চাইলেন তিনি কত উদার। তিনি মরদেহে আতর ছড়ালেন। আর সেটাকে সুগন্ধি করার চেষ্টা করছেন।দিদি এক টাকা কমালে হবে না। তেলের দাম আরও কমান।
কারণ অন্যান্য রাজ্যে যেখানে শুধুমাত্র সেল ট্যাক্স ও ভ্যাট নেওয়া হয়, সেখানে আপনি অ্যাডিশনাল সার্চার চার্জও নেন। যেটা দেশের কোনও রাজ্য এই চার্জ নেয় না। তাই দিদি আপনি তেলের দাম মাত্র এক টাকা কমিয়ে দয়া দেখাবেন না। তেলের দাম আরও কমান। এক টাকা কমিয়ে আপনি দয়া করে মরার গায়ে আতর ছেটাবেন না”।
আর কিছু হবে না। কিন্তু এই বনধের ফলে তেমন লাভ না হলেও কিছুটা লাভ হয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য সরকার তো এক টাকা দাম কমাতে বাধ্য হয়েছেন। দিদি এক টাকা তেলের দাম কমিয়ে বোঝাতে চাইলেন তিনি কত উদার। তিনি মরদেহে আতর ছড়ালেন। আর সেটাকে সুগন্ধি করার চেষ্টা করছেন।দিদি এক টাকা কমালে হবে না। তেলের দাম আরও কমান।
কারণ অন্যান্য রাজ্যে যেখানে শুধুমাত্র সেল ট্যাক্স ও ভ্যাট নেওয়া হয়, সেখানে আপনি অ্যাডিশনাল সার্চার চার্জও নেন। যেটা দেশের কোনও রাজ্য এই চার্জ নেয় না। তাই দিদি আপনি তেলের দাম মাত্র এক টাকা কমিয়ে দয়া দেখাবেন না। তেলের দাম আরও কমান। এক টাকা কমিয়ে আপনি দয়া করে মরার গায়ে আতর ছেটাবেন না”।
Loading...

No comments