দলের ভিতর ও বাইরে থেকে ছুরি মারার চেষ্টা চলছে! বিস্ফোরক মদন
নজরবন্দি ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতি মুহূর্তে ভেতর থেকে ও বাইরে থেকে ছুরি মারার চেষ্টা চলছে। এই চক্রান্তে সবাই আছে। এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শুধু দলের কেন, সরকারের মধ্যে থেকেই ছুরি মারার চেষ্টা হতে পারে বলে গুরুতর অভিযোগ করেন।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিমুহূর্তে ভেতর ও বাইরে থেকে ছুরি মারার চেষ্টা চলছে। এই চক্রান্তে সবাই আছে। যারা রাজ্যের উন্নয়ন চায় না, যারা দাঙ্গা চায়, তারা সকলে ভেতরে ভেতরে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিতে। অরূপ বিশ্বাস খুব ভালো কাজ করছে এই কটা বছরে। আগে জেলার রাস্তাগুলিতে যেতে আমি ভয় পেতাম।
এখন সব জেলায় ঝকঝকে রাস্তা। অরূপ কী কথা বলেছে ? কেন সেই কথা বলেছে ? তা নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। কিন্তু, এটা ঠিক যে একজন মন্ত্রী হিসেবে যখন কিছু বলছে নিশ্চয়ই সে জেনে বুঝেই বলেছে। মিরজাফর শুধু দলের ভেতর কেন সরকারের ভেতরেই থাকতে পারে! মমতা বন্দ্যোপাধ্যায়ের পবিত্র স্পর্শের জন্য মাঝেরহাট দুর্ঘটনাটি বড় আকার নেয় নি। এটা অনেক বড় ঘটনা ঘটতে পারত। এটা টিক একজনের মৃত্যু এক লাখে সমান। কিন্তু নিশ্চই আমাদের কোনও পুণ্য রয়েছে, তাই দুর্ঘটনাটি বড় আকার নেয়নি।
Loading...

No comments