শিলিগুড়ির হোটেলে বাংলা সিরিয়ালের অভিনেত্রীর ঝুলন্ত দেহ। পারিবারিক সমস্যা কি মৃত্যুর কারণ?
মঙ্গলবার সন্ধেয় শিলিগুড়ির চার্চ রোডের হোটেলের ২১৩ নম্বর উঠেছিলেন অভিনেত্রী পায়েল চক্রবর্তী।
দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বুধবার সকালে হোটেলের কর্মীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। দেখা যায় হোটেলের রুমে ঢোকার পর থেকে একবারের জন্যও বেরোননি পায়েল চক্রবর্তী। সন্দেহ হওয়ায় হোটেল থেকেই পুলিশে জানানো হয়। পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে পায়েল চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।
এই সময়ের মধ্যে বন্ধুরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু সাড়া মেলেনি। বন্ধুরা যোগাযোগের চেষ্টা করেছিলেন পায়েলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। তাতেও সাড়া দেননি পায়েল।
দুএকজন বন্ধুর সঙ্গে পায়েল নিজের সমস্যা নিয়ে আলোচনা করলেও, কাজের ক্ষেত্রে এর কোনও প্রভাব ফেলতে দেয়নি সে। জানিয়েছেন বন্ধুদের একাংশ।

No comments