নজরবন্দি ব্যুরো: বিক্ষোভের মুখে পড়লেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মালদা মেডিকেল কলেজ পরিদর্শনে এসে রোগীর পরিজনদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
তাঁদের অভিযোগ, হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ থাকে। কিন্তু নেই কোনও ডাক্তার। আর ডাক্তার থাকলেও তাঁদের অনুপস্থিতিতে রোগীদের সমস্যায় পড়া নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। কোনও রকমে আজ হাসপাতাল চত্বর ছাড়েন মন্ত্রী। তবে মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও রোগী পরিজনের হাতে বেশ কয়েক ঘণ্টা ঘেরাও ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই বিষয়ে আজ জানান, এটা তাঁর রুটিন ভিজিট ছিল। তিনি যে জেলায় যান, সেখানকার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন। আজও তিনি সেই একই কাজ করেছেন।
কোন মন্তব্য নেই