Header Ads

কেষ্টর 'নতুন মডেল'!





নজরবন্দি ব্যুরো: আগে থেকেই নিজের জেলায় আসন্ন পুরভোটের প্রস্তুতি শুরু করে দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বা কেষ্ট। ইতিমধ্যেই তিনি গুসকরার দলীয় অফিসে গিয়ে বৈঠক সারেন।
প্রার্থী-পদ নিয়ে বিতর্ক থালেও কি হবে, তা আমাল দিতে চায় না অনুব্রত মণ্ডল। বোলপুর মডেলেই গুসকরায় প্রার্থী-পদ ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
 দুর্নীতিতে নাম জড়ানো কোনও নেতা-নেত্রীকে প্রার্থী করা হবে না বলেও ঘোষণা করেছেন তিনি।

 সূত্রের খবর অনুযায়ী, বোলপুর পুরসভায় ভোটে কোনও তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড সংরক্ষিত হয়ে গেলে, তাঁকে অন্য কোনও ওয়ার্ডে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয় না। গুসকরাতেও সেই একই পদ্ধতিতে প্রার্থী পদ ঠিক করা হবে। তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, কেষ্ট জানিয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি গুসকরার টিকিট দেবেন। কোনও সমস্যা হলে বিধায়ক দেখবেন। এরপরেও সমস্যা থেকে গেলে তিনি বসে সেই সমস্যার সমাধান করবেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.