আবারও নতুন সুবিধা নিয়ে আসছে হোয়াটস অ্যাপ। জানেন কি?
নজরবন্দি ব্যুরোঃ এবার গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে আসতে চলেছে হোয়াটস অ্যাপ। ইউটিউব এবং ইনস্টাগ্রামে কোনো ভিডিও এলে তা এখন থেকে দেখা যাবে হোয়াটস অ্যাপে।
সেই নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে সংস্থা, যার নাম দেওয়া হয়েছে পিকচার ইন পিকচার মোড। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে কোনো ইউটিউব ভিডিও এলে তা খুলতে ইউটিউব অ্যাপে ঢুকতে হত। নতুন এই আপডেটটি সম্ভব হলে আর এই ভিডিও গুলি প্লে করতে অন্য কোনো অ্যাপে প্রবেশ করতে হবে না।
সরাসরি তাতে প্রবেশ করলেই দেখা যাবে ভিডিও। তবে কবে থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা তা এখনো জানায়নি সংস্থা।
সেই নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে সংস্থা, যার নাম দেওয়া হয়েছে পিকচার ইন পিকচার মোড। এতদিন পর্যন্ত হোয়াটস অ্যাপে কোনো ইউটিউব ভিডিও এলে তা খুলতে ইউটিউব অ্যাপে ঢুকতে হত। নতুন এই আপডেটটি সম্ভব হলে আর এই ভিডিও গুলি প্লে করতে অন্য কোনো অ্যাপে প্রবেশ করতে হবে না।
সরাসরি তাতে প্রবেশ করলেই দেখা যাবে ভিডিও। তবে কবে থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা তা এখনো জানায়নি সংস্থা।

No comments