আবার বিয়ে করতে চলেছেন আরবাজ? পাত্রী কে জানেন?
নজরবন্দি ব্যুরোঃ বিস্তর টালবাহানার পর অবশেষে আরবাজের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে আসেন মালাইকা। বিচ্ছেদের পর ছেলে আরহানকে নিয়ে ইতিমধ্যেই খান বাড়ি ছেড়েছেন মালাইকা। কিন্তু বি টাউনের খবর, এবার নাকি এক বিদেশিনির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ খান।
জর্জিয়া এন্দ্রিয়ানি নামে এক মহিলার সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছিল আরবাজ খানকে। ছেলে আরহানকে সঙ্গে নিয়েও জর্জিয়ার সঙ্গে ডিনার ডেটে বেরোতে দেখা যায় আরবাজকে। বিষয়টি নিয়ে আরবাজ খান কোনওরকম মন্তব্য না করলেও এবার শোনা যাচ্ছে অন্য খবর।
এবার নাকি শিগগিরই জর্জিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চাইছেন আরবাজ খান।গত ৪ অগাস্ট আরবাজ খানের জন্মদিনেও শুভেচ্ছা জানান জর্জিয়া। শোনা যাচ্ছে, খান বাড়ির তরফে নাকি ইতিমধ্যেই আরবাজ এবং জর্জিয়ার সম্পর্কে সিলমোহর দেওয়া হয়েছে। আর সেই কারণেই নাকি শিগগিরই বিয়ে করারও পরিকল্পনা করছেন তাঁরা।
জর্জিয়া এন্দ্রিয়ানি নামে এক মহিলার সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছিল আরবাজ খানকে। ছেলে আরহানকে সঙ্গে নিয়েও জর্জিয়ার সঙ্গে ডিনার ডেটে বেরোতে দেখা যায় আরবাজকে। বিষয়টি নিয়ে আরবাজ খান কোনওরকম মন্তব্য না করলেও এবার শোনা যাচ্ছে অন্য খবর।
এবার নাকি শিগগিরই জর্জিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চাইছেন আরবাজ খান।গত ৪ অগাস্ট আরবাজ খানের জন্মদিনেও শুভেচ্ছা জানান জর্জিয়া। শোনা যাচ্ছে, খান বাড়ির তরফে নাকি ইতিমধ্যেই আরবাজ এবং জর্জিয়ার সম্পর্কে সিলমোহর দেওয়া হয়েছে। আর সেই কারণেই নাকি শিগগিরই বিয়ে করারও পরিকল্পনা করছেন তাঁরা।


No comments