Header Ads

সেরার সেরা তৃণমূল সুপ্রিমো!


নজরবন্দি ব্যুরো: আবারও সেরা দিদি! এই নিয়ে টানা তিনবার সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়।
দেশের সব মুখ্যমন্ত্রীদের হারিয়ে সেরার সেরা তৃণমূল সুপ্রিমো। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা প্রাপ্তিতে হ্যাট্রিক করে কিছুটা এগিয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বভারতীয় একটি চ্যানেলের সমীক্ষায় দেশ-সেরার তকমা ছিনিয়ে নিলেন মমতা। সংবাদ সংস্থা 'ইন্ডিয়া টুডে'র প্রতিবছরই এই বার্ষিক সমীক্ষা চালায়। দেশের সেরা মুখ্যমন্ত্রীকে বেছে নেয় ওই সংস্থা। এই বছরও মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিরোপা জিতে নিয়ে হ্যাট্রিক করলেন।

এবার 'ইন্ডিয়া টুডে'র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ১ থেকে ১৫ নম্বর স্থানে থাকা মুখ্যমন্ত্রীরা হলেন- ১) মমতা বন্দ্যোপাধ্যায় (বাংলা), ২) নীতীশ কুমার (বিহার), ৩) অরবিন্দ কেজরিওয়াল (দিল্লি), ৪) যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ), ৫) চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ), ৬) রমন সিং (ছত্তিশগড়), ৭) শিবরাজ সিং চৌহান (মধ্যপ্রদেশ), ৮) নবীন পট্টনায়ক (ওড়িশা), ৯) কে চন্দ্রশেখর রাও (তেলেঙ্গানা) , ১০) এইচ ডি কুমারস্বামী (কর্ণাটক), ১১) সর্বানন্দ সোনোয়াল (অসম), ১২) মনোহর পার্রিকর (গোয়া) ১৩) বিজয় রূপানি (গুজরাট), ১৪) মনোহরলাল খট্টর (হরিয়ানা), ১৫) দেবেন্দ্র ফড়নবিশ (মহারাষ্ট্র)।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.