Header Ads

গেরুয়া লকেট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

নজরবন্দি ব্যুরো: এবার আদালত অবমাননার জেরে সমস্যায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
লকেট চট্টোপাধ্যায় ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও দুই বিজেপি নেত্রী। ব্যাঙ্কশাল আদালতের তরফে এই পরোয়ানা কার্যকর করতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরে জানুয়ারি মাসে একাধিক ইস্যুতে হেয়ার স্ট্রিট থানায় অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা।

হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়েছিল বিজেপির মহিলা মোর্চার তরফে। এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিসির কাছে। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পুলিশের তরফে দাবি, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপি নেত্রীরা যে অভিযোগ করেছিলেন তা পুরোপুরি মিথ্যা। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন বিজেপি নেত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মীর নামে মিথ্যা তথ্য দেবার অভিযোগ আনা হয়।আদালত মামলাটি গ্রহণ করে। আর এবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয় ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.