হাতে হাত বিজপি ও তৃণমূলের! ফেডারেল ফ্রন্টের ভবিষ্যৎ কোথায় ?
নজরবন্দি ব্যুরো: সিপি আই(এম) নেতৃত্ব বারবার অভিযোগ করে এসেছেন, তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুটি দিক। আর তাদের এই অভিযোগ সত্যে হয়ে উঠছে এবারের পঞ্চায়েতের বোর্ড গঠনের সময়।
মালদা হোক বা উত্তর দিনাজপুর, সব জায়গায় বিজেপি ও তৃণমূলের অলিখিত জোট। কোথাও তৃণমূল বিজেপিকে সাহায্য করছে। কোথাও বিজেপিকে তৃণমূল সাহায্য করছে।
মালদায় ১৪৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৫০ টির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। । যার মধ্যে ছটিতে জোট হয়েছে বিজেপি-তৃণমূলের। যার মধ্যে রয়েছে, মানিকচকের চৌকি মিরদাদপুর, বামনগোলার বামনগোলা ও চাঁদপুর, হবিবপুরের কানতুর্কা, ধুমপুর, বুলবুলচণ্ডী।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের ৯৮ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি-র বোর্ড গঠনের খবর পাওয়া গিয়েছে। কালিয়াগঞ্জের রাধিকাপুরে বোর্ড গঠন করেছে এই দুই দল। প্রধান বিজেপি-র আর উপ-প্রধান তৃণমূলের।
২০১৯-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে সরাতে ফেডারেল ফ্রন্ট গড়তে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোট তৃণমূলের! এর ব্যাখ্যা কি ভাবে দেবেন তৃণমূল সুপ্রিমো সেটাই এখন দেখার।

No comments