শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে তদন্তের দাবি মেয়রের!
নজরবন্দি ব্যুরো: SSC-র 'ওয়েট লিস্ট' দুর্নীতি নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ির মেয়র ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।
এব্যাপারে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিলেন অশোক-বাবু। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছেন শিলিগুড়ির মেয়র।
কিছু দিন আগে বাম সরকারের খাদ্য-মন্ত্রী পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেন। এর পরই রহস্যজনভাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েট লিস্টে শীর্ষে চলে আসে তাঁর কন্যা অঙ্কিতা অধিকারির নাম। ততদিন পর্যন্ত রাষ্ট্র বিজ্ঞানের ওয়েট লিস্টের শীর্ষে ছিলেন ববিতা বর্মন নামে এক মহিলা। এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে। বিরোধীদের অভিযোগ, পরেশ-বাবুকে দলবদলের পুরষ্কার দিতে তাঁর মেয়েকে স্কুলে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল সরকার।

No comments