Header Ads

ভারতীয় কবাডিতে কালো দিন, হারলেন অজয় ঠাকুররা

শুভব্রত মুখার্জি: প্রথমবার  এশিয়াডের ফাইনালে পৌঁছতে ব্যর্থ সাতবারের সোনাজয়ী ভারতীয় কবাডি দলে।
 সেমিফাইনালে ইরানের কাছে হেরে ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। এশিয়ানের গেমসের ইতিহাসে দেশের পুরুষ কবাডি দলের সবথেকে খারাপ পারফরম্যান্স।  ১৮-২৭ ব্যবধানে হেরে প্রথমবার ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতীয় পুরুষ কবাডি দল।১৯৯০ তে এশিয়াডে অন্তর্ভুক্ত হয়েছিল কবাডি।
তারপর থেকে এই প্রথম বার ভারতের পুরুষ দলের এই ব‍্যর্থতা।পুরুষ দল না পারলেও মেয়েরা শুক্রবার সোনাজয়ের লক্ষ্যে নামছে ইরানের বিরুদ্ধে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.