এশিয়াডে রুপো জিতলেন শার্দুল
শুভব্রত মুখার্জি: জাকার্তায় পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জিতল ১৫ বছর বয়সী মেরঠের ছেলে শার্দুল ভিয়ান৷
২০১০ এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতেছিলেন রঞ্জন সোধী এবং ২০০৬ এশিয়াডে রাজ্যবর্ধন সিং রাঠোর রুপো পেয়েছিলেন। কনিষ্ট শুটার হিসেবে দেশকে পদক এনে দিলেন ভিয়ান৷
এদিন ইতিহাস অল্পের জন্য হাতছাড়া করেন ভিয়ান। কোরিয়ান শুটার শিন হুনহোর কাছে হারতে হয় তাকে।এশিয়াডে টেনিসের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হল দেশের এক নম্বর মহিলা সিঙ্গলস খেলোয়াড় অঙ্কিতা রায়নাকে।
২০১০ এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতেছিলেন রঞ্জন সোধী এবং ২০০৬ এশিয়াডে রাজ্যবর্ধন সিং রাঠোর রুপো পেয়েছিলেন। কনিষ্ট শুটার হিসেবে দেশকে পদক এনে দিলেন ভিয়ান৷
এদিন ইতিহাস অল্পের জন্য হাতছাড়া করেন ভিয়ান। কোরিয়ান শুটার শিন হুনহোর কাছে হারতে হয় তাকে।এশিয়াডে টেনিসের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হল দেশের এক নম্বর মহিলা সিঙ্গলস খেলোয়াড় অঙ্কিতা রায়নাকে।

No comments