এবার যৌথ আন্দোলনের ডাক হবু শিক্ষকদের! অধিকার লড়ে নেবার হুঁশিয়ারি।
আর তাই নবম ও দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির প্রথম ফেজ ভেরিফিকেশনের দাবি ও আপডেট সিটে আপারের দ্বিতীয় ফেজ প্রকাশ করার দাবিতে ২৪ শে আগস্ট আবার যৌথ আন্দোলনের ডাক দিয়েছেন এই রাজ্যের হবু শিক্ষকরা। এখন দেখার তাদের এই যৌথ আন্দোলন কতটা দানা বাধে। আর সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকরা

No comments