Header Ads

এসএসসি-র মেধা তালিকা আর কিছুক্ষনের মধ্যেই!



নজরবন্দি ব্যুরো: শিক্ষক পদপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। আর কিছুক্ষনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফার্স্ট এসএলএসটি এমপ্যানেল্ড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট।
ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২৮ অগাস্ট সন্ধ্যেবেলা ফার্স্ট এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তবে বাংলার এমপ্যানেলড ক্যান্ডিডেটদের মেধা তালিকা আজ বের হবে না।
আদালতের নির্দেশের পরই তা প্রকাশ করা সম্ভব। চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের ১৪ ডিজিটের রোল নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে মেধা তালিকায় নিজেদের পজিসন দেখতে পারবেন। রেজাল্ট জানতে লগ অন করুন www.westbengalssc.com এই ওয়েবসাইটে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.