Header Ads

মোমো তে না! যুবকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস


নজরবন্দি ব্যুরো: অনেক রাতে বন্ধুদের সঙ্গে চ্যাট করে মোবাইল বন্ধ করে শুতে যাওয়ার আগেই আবদুল কুদ্দুসের হোয়াটস অ্যাপে একটি লিঙ্ক ভেসে ওঠে।
তিনি ওপেন করতেই মোমোর অতি পরিচিত ভয়ংকর মুখ ভেসে উঠে বলে অভিযোগ। গেম খেলার আমন্ত্রণ জানানো হয় তাকে। রাজি না হতেই তাজ্জব কাণ্ড! একের পর এক ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি আসতে থাকে। তাতেও রাজি হয় নি কুদ্দুস।
তখন কুদ্দুসের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ফাঁস করে দেয়। এমনকি, টাকার পরিমাণও জানিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত একটা টাকা না খোয়ালেও চরম আতঙ্কে আছেন কুদ্দুস। এ বিষয় জানিয়ে পাড়ুই থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.