"ভারতের রাজনীতিবিদদের প্রয়োজন রয়েছে প্রতিবেশি দেশের মুসলিমদের, তাঁদের নয়..." তসলিমা।
নজরবন্দি ব্যুরোঃ বিতর্কিত কার্যত ঠোঁটকাটা মন্তব্য করে একাধিক বার খবরের শিরোনামে এসেছেন বিখ্যাত তসলিমা নাসরিন। আর এবার তিনি মন্তব্য করলেন আসাম ইস্যু নিয়ে। উল্লেখ্য আসামে ৪০ লক্ষ মানুষের নাম কাঁটা গেছে ভারতীয় নাগরিকত্ব থেকে আর তার মধ্যে বেশিরভাগটাই মুসলিম।
আর এবার তা নিয়েই রজনীতিক দের বিরুদ্ধে ঠোঁটকাটা মন্তব্য করলেন তসলিমা। নিজের ট্যুইটার থেকে তিনি লিখেছেন "ভারতে অনেক মুসলিম রয়েছে, প্রতিবেশি দেশ থেকে তাই মুসলিমদের আর ভারতে আসার প্রয়োজন নেই। কিন্তু অসুবিধার বিষয় ভারতের রাজনীতিবিদ দের তাঁদের প্রয়োজন রয়েছে"
আর এবার তা নিয়েই রজনীতিক দের বিরুদ্ধে ঠোঁটকাটা মন্তব্য করলেন তসলিমা। নিজের ট্যুইটার থেকে তিনি লিখেছেন "ভারতে অনেক মুসলিম রয়েছে, প্রতিবেশি দেশ থেকে তাই মুসলিমদের আর ভারতে আসার প্রয়োজন নেই। কিন্তু অসুবিধার বিষয় ভারতের রাজনীতিবিদ দের তাঁদের প্রয়োজন রয়েছে"

No comments