কঠিন সময়, কঠিন চ্যালেঞ্জ মানলেন মিশ্র।
নজরবন্দি ব্যুরো: প্রবল বৃষ্টির মধ্যে প্রায় হাঁটু-জল ভেঙে ধর্মতলা থেকে মহা-জাতি সদন পর্যন্ত মিছিল হল নাগরিকপঞ্জির নাম করে বিভাজনের বিরুদ্ধে। আর এর পর মহা-জাতি সদনের তিনটি তলা ভর্তি। মেঝেতেও লোক বসার জায়গা নেই।
আর সেই ভিড়ে ঠাসা ঘরে রবিবার মুজফফর আহমেদের ১৩০তম জন্মদিন পালনের মঞ্চ থেকে সিপিআই(এম)র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, ‘‘ এখন দেখবেন সংবাদমাধ্যমে শুধু বিজেপি আর তৃণমূল।
এই রকম হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে যে, তৃণমূল আর বিজেপিই একে অপরের বিকল্প।’’এটার মোকাবিলা করাই এখন কঠিন সময় বলে মনে করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন এটাকে মোকাবিলা করাও আরও বড় চ্যালেঞ্জ।
আর সেই ভিড়ে ঠাসা ঘরে রবিবার মুজফফর আহমেদের ১৩০তম জন্মদিন পালনের মঞ্চ থেকে সিপিআই(এম)র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, ‘‘ এখন দেখবেন সংবাদমাধ্যমে শুধু বিজেপি আর তৃণমূল।

No comments