Header Ads

মোদীর ব্রিগেড সমাবেশ কবে? প্রতীক্ষায় বঙ্গ বিজেপি।

নজরবন্দি ব্যুরো: ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। আর সেই কারণে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ শেষ পর্যন্ত পিছিয়ে দিল সেন্ট্রাল বিজেপি। বঙ্গ বিজেপি চেয়েছিল মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনতে। সম্ভাব্য দিন ঠিক হয় ৯ জানুয়ারি। কিন্তু ওইদিন প্রধানমন্ত্রীর দফতর অনুমোদন দিল না। আর সেই কারণেই এখনই নির্দিষ্ট দিন জানাতে পারল না বিজেপির নেতৃত্ব।
প্রসঙ্গত, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্রিগেড সমাবেশের ডাক দেন। আর তার পরেই বিজেপির তরফে পাল্টা ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল। ২৩ জানুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কিন্তু সেই পরিকল্পনায় কিছুটা ধাক্কা খেল বলে মনে করেন এই রাজ্যের বিজেপি নেতারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.